logo

মির্জাপুরে দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা: নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি

নিজস্ব প্রতিবেদক

Published:09 Sep 2022, 07:47 PM

মির্জাপুরে দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা: নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি


আগামী ১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা।  অন্য বছরের মতো এবারও পূজার অনুষ্ঠান সফল করতে নিরাপত্তার পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুতের জোর দাবি জানিয়েছেন এ ধর্মের অনুসারীরা।  শুক্রবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর থানা আয়োজিত আইনশৃঙ্খলাসহ প্রস্তুতিমূলক সভায় আইনশৃঙ্খলা বিষয়ক নানা দাবিসহ বিদ্যুতের ব্যাপারে জোর দাবি জানানো হয়। 

সভায় অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ্ মাসুদ করিমের সভাপতিত্বে ও উপজেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব স্বপন কুমার মন্ডলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন (পিপিএম), উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলাহিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক (সাংবাদিক) নিরঞ্জন পাল, সদস্য সচিব বিপ্লবকুমার সাহা, সাবেক সাধারণ সম্পাদক পিযুষ কান্তি সাহা নন্দ, পৌর শাখার সভাপতি ইঞ্জিনিয়ারযতীন সরকার ওসাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা,মির্জাপুর থানার সেকেণ্ড অফিসার ওসহকারী পুলিশ পরিদর্শক মো. মোশারফ হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি-সম্পাদকউপস্থিত ছিলেন। 



© দিন পরিবর্তন