logo

মিয়ানমারের প্রেসিডেন্টের বিরুদ্ধে নতুন দুই মামলা

নিজস্ব প্রতিনিধি

Published:03 Mar 2021, 02:10 PM

মিয়ানমারের প্রেসিডেন্টের বিরুদ্ধে নতুন দুই মামলা


মিয়ানমারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টের বিরুদ্ধে নতুন আরও দু’টি অভিযোগ আনা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগও রয়েছে। যার শাস্তি হিসেবে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড পর্যন্ত হতে পারে। বুধবার এ তথ্য জানিয়েছেন উইন মিন্টের আইনজীবী খিন মং জ। এর আগে উইন মিন্টের বিরুদ্ধে করোনাভাইরাস মহামারির বিধিনিষেধ ভঙ্গের অভিযোগও এনেছে সামরিক জান্তা সরকার। 

মিন্টের বিরুদ্ধে বিচার কার্যক্রম কবে নাগাদ শুরু হতে পারে তা এখনো জানা যায়নি বলে জানান তার আইনজীবী। গত ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের কয়েক ঘণ্টা আগে এনএলডি’র শীর্ষ নেতা অং সান সু চির সঙ্গে উইন মিন্টকেও গ্রেফতার করা হয়।



© দিন পরিবর্তন