logo

মেসি না খেলায় ক্ষেপেছে হংকং সরকার

নিজস্ব প্রতিনিধি

Published:05 Feb 2024, 08:47 PM

মেসি না খেলায় ক্ষেপেছে হংকং সরকার


প্রাক মৌসুমে চার ম্যাচে জয়হীন ছিল ইন্টার মায়ামি। অবশেষে হংকং লিগ একাদশের বিপক্ষে ৪-১ গোলের জয় দলটিতে স্বস্তির সুবাতাস ফিরিয়েছে। কিন্তু ম্যাচটায় মেসির অনুপস্থিতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে হংকং সরকার। বিশ্বকাপজয়ী তারকা না থাকায় দেশটির সরকারের পক্ষ থেকে হতাশা প্রকাশ করা হয়েছে।

দেশটির সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দ্য মেজর স্পোর্টস ইভেন্টস কমিটি (এমএসইসি) এই ম্যাচটির জন্য ১৫ মিলিয়ন হংক ডলার অর্থায়নের অনুমোদন করেছিল। তার সঙ্গে ভেন্যুর জন্য অনুদান ছিল ১ মিলিয়ন হংক ডলার। তারা বিবৃতিতে বলেছে, ‘আজকের ম্যাচে মেসি না খেলায় সরকারসহ ফুটবল ভক্তরা আয়োজকদের সার্বিক ব্যবস্থাপনায় চরম হতাশ। আয়োজকরা ফুটবল ভক্তদের কাছে জবাবদিহি করতে বাধ্য।’

শুক্রবার মায়ামি কোচ টাটা মার্টিনো ইঙ্গিত দিয়েছিলেন, ম্যাচটায় মেসির খেলারসমূহ সম্ভাবনার কথা। কিন্তু আটবারের ব্যালন ডি’অর জয়ী এর আগে থেকেই হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছিলেন। ফলে এই ম্যাচে তাকে রাখেননি কোচ। বার্সেলোনার আরও সাবেক তিন তারকা সের্হিও বুসকেৎজ, লুইস সুয়ারেজ ও জর্ডি আলবাকেও রাখেননি তিনি। তবে কাতার বিশ্বকাপ জয়ী বেঞ্চে বসে ম্যাচটা উপভোগ করেছেন। তাতে ভীষণ হতাশ হয়েছেন দর্শকরা। ম্যাচের সময়ই ‘রিফান্ড’ বলে চেঁচিয়েছেন তারা। সার্বিক বিষয়টিতে অসন্তুষ্ট দেশটির সরকার। এই অবস্থায় আয়োজক প্রতিষ্ঠান ট্যাটলার এশিয়ার সঙ্গে সরকারের আর্থিক অনুদান নিয়ে যে চুক্তি হয়েছে, সেখান থেকে অর্থ কেটে নেওয়ার কথা বলেছেন তারা।

সেখানে আরও বলা হয়েছে, এমএসইসি পরবর্তী করণীয় ঠিক করবে শর্ত অনুসারে। যার মধ্যে তহবিল থেকে অর্থ কেটে নেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত।



© দিন পরিবর্তন