logo

মোটরসাইকেলে মাকে হাসপাতালে নেয়া সেই যুবক করোনায় আক্রান্ত

দিন পরিবর্তন ডেস্ক

Published:25 Apr 2021, 06:48 AM

মোটরসাইকেলে মাকে হাসপাতালে নেয়া সেই যুবক করোনায় আক্রান্ত


পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে মাকে মোটরসাইকেলে করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া জিয়াউল হাসান নামে সেই যুবকের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শনিবার দুপুরে তার করোনা শনাক্তের রিপোর্টে পজিটিভ এসেছে। তিনি ঝালকাঠির নলছিটি পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের সূর্যপাশা এলাকার নিজ বাড়িতে হোম আইসোলেশনে আছেন। তবে তার শারীরিক অবস্থা ভালো।

জিয়াউল হাসান কৃষি ব্যাংকের ঝালকাঠি শাখার কর্মকর্তা। তার মা রেহানা পারভিন নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। গত বছর জিয়াউল হাসানের বাবা বীর মুক্তিযোদ্ধা হাকিম মোল্লা মারা যান।

হোম আইসোলেশনে থাকা জিয়াউল হাসান শনিবার রাতে মোবাইল ফোনে জানান, মা রেহানা পারভিন সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হন। গত ১৭ এপ্রিল মায়ের তীব্র শ্বাসকষ্ট দেখা দিলে মাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করান। সেখানে চিকিৎসার পর তার মা সুস্থ হলে শুক্রবার (২৩ এপ্রিল) তাকে নিয়ে বাড়ি ফেরেন।

তিনি আরও জানান, ১৭ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত ছয়দিন মায়ের সেবার জন্য করোনা ওয়ার্ডে তিনি ও তার ছোট ভাই রাকিবুল হাসান ইভান অবস্থান করেন। এতদিন করোনা ওয়ার্ডে অবস্থান করায় তার মনে সন্দেহ হয়। এ কারণে তিনি ও ছোট ভাই ইভান আজ দুপুরে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিজেন পদ্ধতিতে নমুনা পরীক্ষা করান। করোনা শনাক্তের রিপোর্টে ছোট ভাই ইভানের নেগেটিভ আসে। তবে তার রিপোর্ট পজিটিভ আসে।

জিয়াউল হাসান জানান, এই মুহূর্তে শরীরিক দুর্বলতা ছাড়া অন্য কোনো উপসর্গ (কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট) নেই। চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। শারীরিক অবস্থা ভালো। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। তার মাও আগে থেকে অনেকটা সুস্থ আছেন।




© দিন পরিবর্তন