দিন পরিবর্তন ডেস্ক
Published:25 Mar 2021, 01:21 PM
মোদির উপহারের ১২ লাখ ভ্যাকসিন ঢাকা আসবে শুক্রবার
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশকে সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আরো ১২ লাখ করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন উপহার হিসেবে দিচ্ছেন।
বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে স্বাস্থ্য অধিদফতর ও ভারতীয় হাইকমিশনের একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে (এএল ১২৩০) শুক্রবার (২৬ মার্চ) বেলা দেড়টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে এই টিকা।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি ভারতের সেরাম ইন্সটিটিউট থেকে সরকারের অর্থে কেনা করোনা ভ্যাকসিনের দ্বিতীয় চালান ঢাকায় আসে।
তারও আগে গত ২৫ জানুয়ারি সরকারের কেনা ভ্যাকসিনের প্রথম চালান আসে দেশে। সেই সময়ে প্রায় ৫০ লাখ ডোজ পায় বাংলাদেশ।
তার আগে ২০ জানুয়ারি ভারত সরকারের উপহার পাঠানো প্রায় ২০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসে।
© দিন পরিবর্তন