logo

মোস্তাফিজকে নিয়ে যা জানালো বিসিবি চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক

Published:18 Feb 2024, 05:27 PM

মোস্তাফিজকে নিয়ে যা জানালো বিসিবি চিকিৎসক


২৪ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে আছেন অনুশীলনে মাথায় চোট পাওয়া কুমিল্লা ভিক্টোরিয়ানসের পেসার মোস্তাফিজুর রহমান। তবে সিটি স্ক্যানের পর ফ্র্যাঞ্চাইজিটির ফিজিও জাহিদুল ইসলাম সজলের মন্তব্য, শুধু বাইরের অংশে মোস্তাফিজের মাথার চোট। অভ্যন্তরীণ কোনো চোট নেই।

এদিকে ফিজের কনকাশন নিয়ে দুশ্চিন্তায় বিসিবির মেডিকেল বিভাগ। গণমাধ্যমে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরীর ভাষ্য, মোস্তাফিজের সিটি স্ক্যান রিপোর্ট ভালো। কোনো ইন্টারনাল ইনজুরি নেই। এক্সটারনাল ইনজুরি আছে। সেলাই লেগেছে পাঁচটার মতো। কিন্তু যেহেতু মাথার চোট, সে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে।

অন্যদিকে চলতি বিপিএলে ৯ ম্যাচে ৭ জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে কুমিল্লা। পয়েন্ট তালিকায় সেরা দুইয়ে থাকার লড়াইয়ে এখনও দলটির হাতে তিন ম্যাচ বাকি রয়েছে। মাথায় আঘাত পাওয়ায় গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো টাইগারদের অটোচয়েজ এই পেসার খেলবেন কি না, তা নিয়েও নানান প্রশ্ন উঠেছে।

এ প্রসঙ্গে দেবাশিষ চৌধুরীর জবাব, খেলতে না পারার কিছু নেই। তবে বিষয়টা যেহেতু মাথার চোট… এমনিতে সাধারণত সেলাই থাকলে তো আমরা ৪ থেকে ৫ দিন (খেলতে) নিষেধ করি। সেটা এখন মূল বিষয় নয়। এখন মাথার চোটটা পার হলে সেটা দেখা যাবে। কনকাশনের ব্যাপারটা আগে ক্লিয়ার হোক, তারপর দেখব। আপাতত স্ক্যানটা ভালো, এটাই বড় কথা।


এর আগে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের সময় ক্যারিবিয়ান ক্রিকেটার ম্যাথু ফোর্ডের স্ট্রেইট ড্রাইভে মাথায় বল লাগে দ্য ফিজের। মূলত বল করে ফেরার পথেই এই ঘটনা ঘটে।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিজিও এস এম জাহিদুল ইসলাম সজলের বরাত দিয়ে কুমিল্লা জানায়, আঘাতের পর তাৎক্ষণিকভাবে রক্ত পড়া থামাতে মোস্তাফিজের মাথায় ব্যান্ডেজ করা হয়। পরে দ্রুত ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে করা হয় সিটি স্ক্যান।

চলতি বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচে খেলেছেন মোস্তাফিজ। এবারের বিপিএলে এখন পর্যন্ত তার শিকার ১১ উইকেট। ৩২ রান খরচায় ৩ উইকেট চলতি বিপিএলে মোস্তাফিজের সেরা বোলিং।



© দিন পরিবর্তন