logo

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে এক শিক্ষার্থী নিহত

আন্তর্জতিক ডেস্ক

Published:05 Jan 2024, 06:45 PM

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে এক শিক্ষার্থী নিহত


যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের পেরি হাই স্কুলে বন্দুকধারীর গুলিতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে হামলাকারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ওই স্কুলের কর্মকর্তারা।

পুলিশ জানায়, ডেস মইনেস থেকে ৩০ মাইল উত্তর-পশ্চিমে প্রায় ৭ হাজার ৮০০ লোকের শহর পেরির হাই স্কুলে সকালে একজন বন্দুকধারী হামলা চালায়। ওই হামলাকারী বাটলার শটগান এবং পিস্তল নিয়ে স্কুলে ঢুকে পড়ে। অন্যদের গুলি করার পর সে নিজেকেও গুলি করে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। পরে ঘটনাস্থল থেকে হামলাকারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ আরও জানায়, নিহত ছাত্রের পরিচয় প্রকাশ করা হয়নি। আহতদের মধ্যে সবাই বেঁচে যাবে বলে আশা করা হচ্ছে।

আইওয়া ডিভিশন অব ক্রিমিনাল ইনভেস্টিগেশনের সহকারী পরিচালক মিচ মর্টভেট একটি সংবাদ সম্মেলনে বলেছেন, কর্মকর্তারা গুলিবিদ্ধ ব্যক্তিদের খুঁজে পেয়েছেন ও হামলাকারী নিজের বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছেন।

তিনি বলেন, হামলাকারীর নাম ডিলান বাটলার। তিনি একাই হামলার ঘটনা ঘটিয়েছেন। এ সময় বাটলার বিষয়টি বেশ কয়েকটি সামাজিকমাধ্যমেও পোস্ট করেন। সকালে স্কুল শুরু হওয়ার আগে গুলি চালান তিনি। ওই সময় ক্যাম্পাসে খুব বেশি ছাত্র ছিল না।



© দিন পরিবর্তন