logo

যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার বিকল্প নেইঃ ওসি রাশেদুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি

Published:10 Feb 2024, 03:41 PM

যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার বিকল্প নেইঃ ওসি রাশেদুল ইসলাম


চট্টগ্রাম দক্ষিণ :
স্বাস্থ্যই সকল সুখের মূল। শরীর ভালো তো মন ভালো। খেলাধুলা মানুষের স্বাস্থ্য ও মনোজগতের উন্নয়ন ঘটায়। মেধার বিকাশে সহায়তা করে খেলাধুলা। নিজেকে সুস্থ রাখতে চাইলে মাদক ব্যবসা, মাদক সেবন ছেড়ে খেলাধুলায় সময় দিতে হবে। তৃণমুলের প্রতিভা কে সংরক্ষণ করতে হবে। যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার বিকল্প নেই।


৯ই ফেব্রুয়ারি শুক্রবার রাত ১০টার দিকে লোহাগাড়া উপজেলার নজুমুন্নিছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুর্ব পার্শ্বে কিংস এ্যারেনা লোহাগাড়ার আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম এসব কথা বলেন।


তিনি আরো বলেন, ভাল ভাল খেলোয়াড় তৈরি হবে লোহাগাড়া থেকে। বাংলাদেশের প্রিয় খেলোয়াড় কাটার মাষ্টার মোস্তফিজুর রহমানের মত খেলোয়াড় দরিদ্র পরিবার থেকে ওঠে এসেছেন। বিশ্বের বিভিন্ন দেশে খেলে সুনাম অর্জন করেছেন। এসব সম্ভব খেলাধুলায় নিয়মিত প্র্যাকটিস করতে হবে। খেলাধুলায় থাকলে বিপদগামিতা থেকে আমাদের দেশের তরুণ সমাজ রক্ষা পাবে। তাই সেদিকে লক্ষ্য রেখে আমাদের দেশের ক্রীড়া জগতকে আরো বেশি বিস্তার লাভ করা উচিত। সবাইকে ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার জন্য অনুপ্রাণিত করা উচিত।


চট্টগ্রাম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ধারাভাষ্যকার মোঃ সেলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিংস এ্যারেনা লোহাগাড়ার পরিচালক মোঃ জামাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্বে কিংস এ্যারেনা লোহাগাড়া`র এমডি চিশতি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কিংস এ্যারেনা লোহাগাড়ার পক্ষ থেকে লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলামকে সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করা হয়।



© দিন পরিবর্তন