logo

রবিবার থেকে দোকানপাট-শপিংমল ৭ ঘণ্টা খোলা রাখা যাবে

দিন পরিবর্তন ডেস্ক

Published:24 Apr 2021, 07:42 AM

রবিবার থেকে দোকানপাট-শপিংমল ৭ ঘণ্টা খোলা রাখা যাবে


আগামীকাল রবিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিংমল খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে। তবে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে সবাইকে বেচাকেনা করতে হবে।

শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা প্রদান করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ২৫ এপ্রিল থেকে দোকান পাট/শপিংমলসমূহ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যথাযথ স্বাস্থ্য বিধি প্রতিপালন সাপেক্ষে খোলা রাখা যাবে। স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে সংশ্লিষ্ট বাজার/সংস্থার ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ব্যাপক সংখ্যক মানুষের জীবন-জীবিকার বিষয় বিবেচনা করে নির্দেশনা জারি করা হলো বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।



© দিন পরিবর্তন