logo

রাজপথে নামলে হেলমেট বাহিনী পালানোর পথ পাবে না : মামুনুল হক

দিন পরিবর্তন ডেস্ক

Published:27 Mar 2021, 04:59 PM

রাজপথে নামলে হেলমেট বাহিনী পালানোর পথ পাবে না : মামুনুল হক


নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় ডাকা হরতা‌লে বাধা দিলে দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সহ-সভাপতি ও খেলাফত মজলিশের শায়খুল হাদিস মামুনুল হক।

আজ শনিবার দুপুর ১২টায় বায়তুল মোকাররমের উত্তর গেইটে হেফাজত আয়োজিত এক বি‌ক্ষোভ সমা‌বে‌শ থেকে এ হুঁশিয়ারি দেন তিনি।

মাওলানা মামুনুল হক বলেন, মসজিদে ঢুকে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। হেলমেট বাহিনী মহড়া দিয়ে আতঙ্ক তৈরি করেছে। রাজপথে নেমে এলে হেলমেট বাহিনী পালানোর পথ পাবে না। হেলমেট বাহিনীকে আশ্রয় দিয়েছে পুলিশ।

এ সময় মহানগর সহ-সভাপতি আহমেদ আলী কাশেমী বলেন, এ সরকার সুবর্ণজয়ন্তীতে মোদিকে এনে ভারতীয় গোলামীর প্রমাণ দিয়েছেন। গুলি করে রক্ত লাশ উপহার দিয়ে আপনি বাংলাদেশ নয় ভারতের কোনো অঙ্গ রাজ্যের গোলাম শাসকের প্রমাণ দিয়েছেন।

ফজলুল করিম কাশেমি বলেন, বার বার বলে আসছি মোদীর কাশ্মির গুজরাটে মুসলমানদের হত্যাকারী কসাই মোদীকে বাংলাদেশে আসতে দেয়া যাবে না। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাত শাপলার রক্তে রঞ্জিত। তোমার পেটোয়া বাহিনী কেন জুতা পায়ে ঢুকবে মসজিদে। কেন আমার ভাইয়ের বুকে বুলেট। ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। হরতালে বাধা দেয়া হলে কাল থেকেই সরকার পতনের ডাক দেয়া হবে।

 বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মুফতি মাহফুজুল হক, মুফতি জসিম উদ্দিন, মুহিবুল্লাহ মাওলানা হাসান জামিল প্রমুখ।



© দিন পরিবর্তন