নিজস্ব প্রতিনিধি
Published:06 Mar 2024, 05:16 PM
রাজবাড়ীতে হারানো ১০৯টি মোবাইল উদ্ধার করে মালিককে দিলো পুলিশ
রাজবাড়ী :
রাজবাড়ীর বিভিন্ন এলাকায় হারানো ১০৯টি মোবাইল ফোন জিডিমুলে উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছে পুলিশ।
বুধবার দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ (পিপিএম) উদ্ধারকৃত মোবাইল গুলো মালিকদের হাতে তুলে দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার প্রমূখ।
পুলিশ সুপার জানায়, এক মাসের ব্যবধানে রাজবাড়ীর ৫ থানায় জিডিমুলে ১০৯টি মোবাইল ফোন উদ্ধার আজ প্রকৃত মালিককে দিয়েছেন। এরমধে্য রাজবাড়ী সদরে ৪৮টি, গোয়ালন্দে ১৬টি, পাংশায় ৪টি, কালুখালীতে ২৫ টি ও বালিয়াকান্দিতে ১৬টি। এরআগে গত মাসে ১শ মোবাইল উদ্ধার করেেছিলেন। হারানো মোবাইল ফেরত পেয়ে ভুক্তভোগীরা যে খুশি হন, তাতে তারাও আনন্দিত হন। আর তাদের এই কাজে পুলিশ হেড কোয়ার্টাস থেকেও দারুন ভাবে উৎসাহিত করা হয়।
© দিন পরিবর্তন