logo

রানি এলিজাবেথের পর রাজা তৃতীয় চার্লস

আন্তর্জতিক ডেস্ক

Published:09 Sep 2022, 07:06 PM

রানি এলিজাবেথের পর রাজা তৃতীয় চার্লস


ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে তার ৭০ বছরের শাসনামলের অবসান হয়েছে।  বৃহস্পতিবার তার মৃত্যুর পর যুক্তরাজ্যের রাজা হয়েছেন তার ছেলে চার্লস ফিলিপ আর্থার জর্জ।  ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।  

কয়েক প্রজন্ম ধরে যুক্তরাজ্যকে দিক নির্দেশনা দিয়েছেন রানি এলিজাবেথ।  দায়িত্বের প্রতি তার নিষ্ঠার কারণে বিশ্বজুড়ে মানুষের শ্রদ্ধা ও প্রশংসা অর্জন করেছেন। 

১৯৫২ সালে সিংহাসনে আরোহন করেছিলেন তিনি।  এই বছর সিংহাসন আরোহণের ৭০ বছর তিনি পালন করেছেন।  অনেকের নতুন এলিজাবেথীয় যুগ বলে পরিচিত অধ্যায়ের সমাপ্তি ঘটে বৃহস্পতিবার। 

আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের নতুন রাজার নাম হবে রাজা তৃতীয় চার্লস।  সরকারিভাবে বিষয়টি নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে বিবিসি। 



© দিন পরিবর্তন