নিজস্ব প্রতিনিধি
Published:18 Feb 2024, 05:53 PM
রুমায় কি ঘটছে!
মো.আবুল বাশার নয়ন, বান্দরবান :
বান্দরবানে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর হামলায় তিন পর্যটকসহ চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনার পর সেখানে উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় পুলিশ এবং সেনা সদস্যরা টহল দিচ্ছে। এদিকে রুমা এবং থানচি উপজেলায় সকাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। কেএনএফ দু’টি উপজেলা সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে।
স্থানীয়রা জানান, গত ১৩ ফেব্রুয়ারি রুমায় সচেতন নাগরিক সমাজের একটি বিক্ষোভ মিছিল থেকে সেখানে কয়েকটি বম সম্প্রদায়ের ঘরবাড়ি, মোটরসাইকেল ভাঙচুর করা হয়। হামলায় আহত হয় এক পাড়া কারবারি। এ ঘটনার জের ধরে বম সম্প্রদায়ের সংগঠন কেএনএফ রবিবার সকাল থেকে রুমা এবং থানচি উপজেলায় সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। এছাড়া পর্যটন কেন্দ্রগুলোতে যাওয়ার সড়কগুলোও বন্ধ করে দিয়েছে তারা। বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন জানান, অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
© দিন পরিবর্তন