logo

লকডাউনেও যানজট!

দিন পরিবর্তন ডেস্ক

Published:05 Apr 2021, 12:05 PM

লকডাউনেও যানজট!


মহামারী করোনাভাইরাসের সংক্রমণ আর মৃত্যুর ঊর্ধ্বগতি রুখতে সারাদেশে আজ সোমবার (০৫ এপ্রিল) থেকে শুরু হয়েছে সাত দিনের লকডাউন। এর মধ্যেও রাজধানীতে কয়েক কিলোমিটার যানজট লেগে গেছে।

সোমবার (৫ এপ্রিল) সকালে দেখা যায়, রাজধানীর খিলক্ষেত থেকে রাজউক-কুড়িল ফ্লাইওভার পার হয়ে শ্যাওরা বাসস্ট্যান্ড পর্যন্ত যানজট লেগে আছে। এছাড়া মেয়র হানিফ ফ্লাইওভারের কাজলা মোড় থেকে রায়েরবাগ পর্যন্তও যানজট দেখা গেছে। এসব এলাকায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে শতশত প্রাইভেটকার, ট্রাক, লেগুনা ও দূরপাল্লার বাসও। গাদাগাদি করে ট্রাকেও মানুষকে চলাচল করতে দেখা গেছে। এদের মধ্যে অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি।

এদিকে সিলেট, সুনামগঞ্জ, কুমিল্লাসহ বিভিন্ন জেলা থেকে দূরপাল্লার বাসে যাত্রীদের ঢাকায় আসতে দেখা গেছে। সকালে গণপরিবহন বন্ধের কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে ঢাকায় আসা এসব মানুষ এবং অফিসগামী যাত্রীদের। এ সুযোগে বাড়তি ভাড়া দাবি করছেন সিএনজি চালকরা।



© দিন পরিবর্তন