logo

লাইসেন্স নবায়ন না থাকায় ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষনা

নিজস্ব প্রতিনিধি

Published:05 Mar 2024, 03:44 PM

লাইসেন্স নবায়ন না থাকায় ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষনা


ধামরাই :
ঢাকার ধামরাইয়ে লাইসেন্স নবায়ন ও মূল্যে তালিকা না থাকায় হেলথ এইড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৫০হাজার টাকা জরিমানা এবং মুনমুন চক্ষু হাসপাতাল অপারেশন রুম সিলগালা করে ভ্রাম্যমান আদালত বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
গত সোমবার ধামরাই পৌরসভার ইসলামপুর মোবাইল কোর্ট পরিচালনা করে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। এই সময় একটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ও মুনমুন চক্ষু হাসপাতালকে সিলগালা করে দেওয়া হয়।

এই বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, এ সকল প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন ও বিভিন্ন পরীক্ষার মূল্যে না থাকায় মোবাইল কোর্ট পরিচালনায় হেলথ এইড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৫০হাজার টাকা এবং মুনমুন চক্ষু হাসপাতালকে সিলগালা ও বন্ধ করে দেয়া হয়েছে। আমাদের এ অভিযান চলমান থাকবে।
অভিযানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফফাত আরা, ধামরাই থানার পুলিশ পরিদর্শক (এসআই) অসীম বিশ্বাস।



© দিন পরিবর্তন