logo

লালমনিরহাটে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

Published:12 Aug 2022, 06:13 PM

লালমনিরহাটে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন


'আন্তঃ প্রজন্ম সংহতি, সবার জন্য বিশ্ব গড়ি'এই প্রতিপাদ্যে লালমনিরহাটে আন্তর্জাতিক যুব দিবস উৎযাপন করা হয়েছে।  এ উপলক্ষে শুক্রবার জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে 'প্রশিক্ষণ প্রাপ্ত বেকার যুবদের  কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দুর্যোগকালীন সময়ে স্বেচ্ছাশ্রম, পরিবেশ সংরক্ষণ, কোভিট-১৯ বিষয়ক' জনসচেনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

জেলা যুব উন্নয়ন হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু জাফর।  বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল ইসলাম, লালমনিরহাট পৌর মেয়র রেজাউল করিম স্বপন, কলেজের  সহকারী অধ্যাপক কৃষিবিদ শাহ আলম।  স্বাগত বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অডিনেটর মোস্তাক ই হাবীব ।  

যুব উন্নয়ন অধিদপ্তর এবং তারুণ্যের আলো যুব কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে প্রশিক্ষণ প্রাপ্ত বেকার যুব ও যুব নারীদের কর্মসংস্থান প্রকল্পের পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন তারুণ্যের আলো যুব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি  শহিদ ইসলাম সুজন।

সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক, যুব সংগঠনের প্রতিনিধি, প্রশিক্ষণ প্রাপ্ত যুব ও যুব নারীগণ উপস্থিত ছিলেন। 

এর আগে অতিথিরা জেলা যুব উন্নয়নের সহযোগিতায় প্রশিক্ষণ প্রাপ্ত বেকার যুব এবং যুব নারীদের প্রডাকশন হাউজ পরিদর্শন করেন।  



© দিন পরিবর্তন