নিজস্ব প্রতিবেদক
Published:30 Jul 2022, 06:22 PM
লালমনিরহাট পৌর আ.লীগের দায়িত্বে আবারও মোফাজ্জল ও তপন
দীর্ঘ ১০ বছর পর লালমনিরহাট পৌর আওয়ামিলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আগামী ৩ বছরের জন্য আগের সভাপতি মোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপনকে আবারও সভাপতি- সম্পাদক ঘোষণা করা হয়।
লালমনিরহাট পৌর আওয়ামীলীগের আয়োজনে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, এ্যাড. নজরুল ইসলাম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আশরাফ হোসেন বাদল, গোলাম মোস্তফা স্বপন, যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক। এ সময় আওয়ামী লীগ পৌর শাখার অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তব্যে মোতাহার হোসেন এমপি বলেন, বিএনপি-জামাত শাসনামলে মাত্র ১১জন সদস্য নিয়ে কমিটি করি। একবার নয় ছয়বার কমিটির সভা ডেকে বারবার ওই ১১জনকেই পেয়েছি। আজ আওয়ামী লীগে হাজার হাজার নেতাকর্মী হয়েছে। আমি নেতা কর্মীদের প্রতি অনুরোধ করছি আপনার ফেসবুক কমিটি না করে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সম্মেলন দিয়ে কমিটি করন। তিনি, আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশনা দেন।
উল্লেখ্য, ২০১০ সালে সম্মেলনের মধ্যদিয়ে লালমনিরহাট পৌর আওয়ামিলীগের কমিটি করা হয়।
© দিন পরিবর্তন