নিজস্ব প্রতিনিধি
Published:13 Feb 2024, 05:46 PM
লৌহজংয়ে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে বিক্ষোভ
পিংকি রহমান, লৌহজং :
লৌহজং সরকারি কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় একটি নিউজ প্রকাশিত হয়। নিউজটি প্রকাশের পড়ে, লৌহজং উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মঙ্গলবার ১০টার সময়ে লৌহজং সরকারি কলেজ ক্যাম্পাসে শত শত শিক্ষার্থী নিয়ে লৌহজং কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের দুর্নীতি ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে।
এ-সময় বক্তব্য রাখেন লৌহজং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনয় হাসান বেপারী ও লৌহজং উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিমান্ত মাদবর। বক্তব্যে তারা এই দুর্নীতির কঠোর প্রতিবাদ জানায় তারা বলেন সরকারি গাড়ি অধ্যক্ষ ও উপাধ্যক্ষ তাদের নিজ পারিবারিক কাজে ব্যাবহার করে থাকে।
ইতি পূর্বে জানা গেছে অধ্যক্ষ সাহেব দুই কোটি টাকা আত্মসাদ করেছে, সে-টাকা কোথায় ঐ টাকার হিসাব চায় কলেজ শিক্ষার্থীরা।তাদের বাবাদের কষ্টের ঘাম ঝরানো ঐ টাকা।তারা আরো বলেন শিক্ষক হয়ে কিভাবে মেয়েদের নিয়ে নাচতে পাড়ে তাহলে শিক্ষার্থীরা কি শিখবেন।শিক্ষা সফরে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা এক সাথে নাচবে এটার নামকি তাহলে শিক্ষা সফর । ইতি মধ্যে আমরা প্রতিনিয়ত দেখে আসছি, ছাত্রীরা পিছনের দরজা দিয়ে পালিয়ে যায় নদীর পারে বসে আড্ডা দেয় এতে কী কলেজের বদনাম হয়না। এই দায়ভার কে নিবে।
আমরা এই দায়ভার মনেকরি সম্পূর্ণ অধ্যক্ষ ও উপধ্যক্ষের, তাদের অনৈতিকতার কারনে ও খাম খেয়ালির কারনে এই সব কার্যকলাপ ঘটে আসছে। আমরা এ-ই সকল কাজকে শুধরে নেওয়ার জন্য ২৪ঘন্টা সময় দিতেছি। যদি আপনারা আপনাদের ভুলকে শুধরে না নেন তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের নিয়ে আপনাদের পদত্যাগের জন্য রাস্তায় নামতে বাধ্য হবো।
© দিন পরিবর্তন