logo

শপিংমলে যেতেও লাগবে মুভমেন্ট পাস

দিন পরিবর্তন ডেস্ক

Published:24 Apr 2021, 08:01 AM

শপিংমলে যেতেও লাগবে মুভমেন্ট পাস


স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে ২৫ এপ্রিল থেকে খুলবে দোকানপাট ও শপিংমল। বিকিকিনির সময় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। মুভমেন্ট পাস নিয়ে নতুন কোনো নির্দেশনা নেই। যারা ঘর থেকে জরুরি প্রয়োজনে বের হবেন, তাদের আগের মতোই মুভমেন্ট পাস লাগবে।


চলমান কঠোর লকডাউনের মধ্যেই আগামী রোববার থেকে খোলা হচ্ছে দোকানপাট ও শপিংমল। তবে সেখানে যেতেও পুলিশের মুভমেন্ট পাস নিতে হবে।


শুক্রবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, মুভমেন্ট পাস নিয়ে নতুন কোনো নির্দেশনা নেই। যারা ঘর থেকে জরুরি প্রয়োজনে বের হবেন, তাদের আগের মতোই মুভমেন্ট পাস লাগবে।


স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে ২৫ এপ্রিল থেকে খুলবে দোকানপাট ও শপিংমল। বিকিকিনির সময় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।


শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে সরকারের এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।


পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিচালক (এআইজি-মিডিয়া) সোহেল রানা বলেন, পূর্বে উল্লেখিত সুনির্দিষ্ট কিছু পেশার মানুষ ব্যতীত যারা জরুরি প্রয়োজনে বের হবেন, তাদের মুভমেন্ট পাস লাগবে।


আট দিনের কঠোর বিধিনিষেধের আওতামুক্ত থেকেও পুলিশি হেনস্তার শিকার হচ্ছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। প্রথম দিন থেকে এমন বহু অভিযোগ পাওয়া গেছে।


চিকিৎসক, সাংবাদিক, ব্যাংক কর্মকর্তারা রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে এ ধরনের সমস্যায় পড়েছেন। এই পরিপ্রেক্ষিতে যেসব পেশাজীবী তাদের বৈধ পরিচয়পত্র দেখিয়েই সড়কে চলাচল করতে পারবেন, তাদের নির্দিষ্ট করে দিয়েছে পুলিশ সদর দপ্তর।


বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদর দপ্তর জানায়, তারা হলেন চিকিৎসা, ব্যাংকিং, গণমাধ্যম, শিল্প কারখানা গার্মেন্টস ও উৎপাদন, বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানি সেবা, টেলিফোন ইন্টারনেট ও ডাকবিভাগ, সরকারি কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস এবং বন্দরসংশ্লিষ্ট কর্মকর্তারা-কর্মচারী।



© দিন পরিবর্তন