logo

শীত না আসতেই গ্যাস সংকটে রাজধানীবাসী

দিন পরিবর্তন ডেস্ক

Published:20 Oct 2023, 07:09 PM

শীত না আসতেই গ্যাস সংকটে রাজধানীবাসী


রাজধানীর বেশিরভাগ এলাকার মানুষ গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছে । এর মধ্যে সবচেয়ে বেশি বিপাকে আছে মিরপুর এলাকার বাসিন্দারা। দিনের বেলা এসব এলাকায় গ্যাসের সরবরাহ থাকে না বললেই চলে। রান্নার জন্য বসে থাকতে হয় গভীর রাত পর্যন্ত। সব মিলিয়ে মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে ।

ভোগান্তির শিকার এক বাসিন্দা জানান, গ্যাসের কারণে সময়মতো খাবার তৈরি করতে পারছি না। এমনকি, বাচ্চাদের টিফিনও দিতে পারছি না। বাধ্য হয়ে রেডিমেড খাবার খেতে হচ্ছে আমাদের। ভোগান্তির শিকার আরেক বাসিন্দা জানান, আগে নির্দিষ্ট সময় পর্যন্ত গ্যাস থাকতো। কিন্ত গত তিন মাস যাবত একদমই থাকে না। বাধ্য হয়ে আমাদের সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হচ্ছে।

দীর্ঘদিন ধরেই গ্যাস নিয়ে নগরবাসীর ভোগান্তি চরমে। এ সংকটের কারণে অনেকে ব্যবহার করছে লাকড়ির চুলা। আবার কেউ কেউ ব্যবহার করছে কেরোসিন স্টোভ।

খোঁজ নিয়ে জানা গেছে, গ্যাসের এমন সংকট দীর্ঘদিনের। তবে গত তিন মাস সেই সংকট তীব্র থেকে তীব্রতর হয়েছে। গ্রাহকদের অভিযোগ, মাস গেলেই ঠিকঠাক বিল দিতে হয়, কিন্তু লাইনে গ্যাস আসে না। ফলে বাধ্য হয়ে সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হয় অথবা খাবার কিনে খেতে হয়।

ভুক্তভোগীদের কেউ কেউ  অভিযোগ করেন, গ্যাস না থাকার সাথে সিলিন্ডার কোম্পানিগুলোর যোগসাজশ থাকতে পারে।

 



© দিন পরিবর্তন