প্রতিনিধি
Published:03 Feb 2024, 05:36 PM
শুরুর দুইবছরেও শেষ হয়নি নির্মাণ কাজ
ঈশ্বরদী (পাবনা) :
ঈশ্বরদীতে শুরুর দুইবছরেও শেষ হয়নি একটি ব্রিজের নির্মাণ কাজ। দুই বছর ধরে বন্ধ ৮ কোটি টাকার একটি ব্রিজের নির্মাণ কাজ। সংশ্লিষ্টরা বলছেন নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে কাজ শেষ না করে ফেলে রেখেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান। এলজিইডি বলছে কাজ দ্রুত শুরু করতে নির্দেশনা দেওয়া হয়েছে শুরু না করলে ব্যবস্থা নেয়া হবে ।
প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে ৯৬ মিটার দৈর্ঘ্যের ব্রিজ নির্মাণের কার্যাদেশ দেওয়া হয় ২০২১ সালের ৪ এপ্রিল। কাজ শেষ করার কথা ছিল ২০২২ সালের ৮ অক্টোবর। নির্ধারিত সময়ে ঠিকাদার কাজ শেষ করতে না পারায় সময় বাড়ানো হয় গত বছরের ১৮ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু এখনও শেষ হয়নি ব্রীজের নির্মাণ কাজ। ঠিকাদাররা এসে দেখে চলে যায়। ব্রীজটা এখন অবহেলায় আছে উল্লেখ করে নির্মাণকাজ বন্ধ থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা বেলাল হোসেন বলেন, দশটি গ্রামের কমপক্ষে ১০ থেকে ১২ হাজার মানুষ এই ব্রীজটির কারণে দুর্ভোগে আছি। ব্রীজটি যখন নির্মাণ শুরু করে তখন বিকল্প সড়ক করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। উপজেলা প্রকৌশলও তা নজরদারি করেনি। এই সড়কের বিকল্প না থাকায় আমাদের দুর্ভোগ সহ্য করেই চলাচল করতে হয়েছে। এখন সেতু নির্মাণ শেষ হলেও সংযোগ সড়ক না করায় দুর্ভোগ আর শেষ হয়নি। ব্রীজটি নির্মাণ হলে চরাঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন হবে বলে মনে করছেন এলাকাবাসী।
সংশ্লিষ্টসূত্রে জানা যায়, ব্রীজটি নির্মাণকাজের আদেশ পায় যশোরের আইসিএল প্রাইভেট লিমিটেডের লাইসেন্সের ঠিকাদার। নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে কাজ শেষ না করে ফেলে রেখেছেন।
তবে দ্বন্দ্বের বিষয়টি অস্বীকার করেছেন ঠিকাদার। তাদের দাবি নির্মাণ সামগ্রীর দাম বাড়ার কারণে ব্রিজের নির্মাণ কাজ বন্ধ রয়েছে। উপজেলা প্রকৌশলী মোঃ এনামুল কবির জানান, কাজ দ্রুত শুরু করতে চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে। উপযুক্ত সময় তারা আমাকে জানিয়েছেন কাজটা শুরু করবে, তারা কাজটা সময়মত না করে তাহলে আমরা কার্যাদেশ বাতিল এবং চুক্তি বাতিলের প্রক্রিয়া গ্রহণ করব।
© দিন পরিবর্তন