নিজস্ব প্রতিনিধি
Published:27 Jan 2024, 05:47 PM
শেখ হাসিনার নেতৃত্বে আমরা দারিদ্রতাকে জয় করেছি : নৌপরিবহন প্রতিমন্ত্রী
দিনাজপুর :
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ সোনার বাংলা হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা দারিদ্রতাকে জয় করেছি। তার নেতৃত্বে আমরা উন্নয়শীল দেশে পদার্পন করেছি। তার নেতৃত্বে মধ্যম আয়ের দেশের গ্রাজুয়েশন চলতে। আগামী ২০২৬ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। প্রধানমন্ত্রী বলেছেন, এখানেই শেষ নয়, এই বাংলাদেশকে আমরা স্মার্ট বাংলাদেশ বানাবো। স্মার্ট বাংলাদেশ করতে হলে যে জিনিসটি সব থেকে বড় প্রয়োজন তা হলো উন্নয়ন। সে উন্নয়ন করা হয়েছে। আমরা নির্বাচনী ইশতেহারে বলেছি, উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মস্থান।
আওয়ামীলীগের ইশতেহারকে বাংলাদেশের ষোল কোটি মানুষ ৭ই জানুয়ারী ব্যালটের মাধ্যমে তাদের সিদ্ধান্ত দিয়ে বাংলাদেশের ইশতেহারে পরিণত করেছে। এই ইশতেহার এখন আর আওয়ামীলীগের নয়, এই ইশতেহার এখন বাংলাদেশের ইশতেহারে পরিণত হয়েছে। সমগ্র বোচাগঞ্জবাসীর ভালবাসা শেখ হাসিনার প্রতি, আমাদের শ্রদ্ধা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি। আমরা সেই প্রত্যয় নিয়ে আমাদের প্রিয় মাতৃভুমি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।
দিনাজপুরের বোচাগঞ্জে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রী পরিষদ এর কেবিনেটে ২য় মেয়াদে স্থান পাওয়ায় উপজেলা আওয়ামীলীগ আয়োজিত প্রাণঢালা অভিনন্দন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
শেখ রাসেল মিনি স্টেডিয়াম সেতাবগঞ্জ বড়মাঠে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু সৈয়দ হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আফছার আলীর সঞ্চালনায় সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলামসহ দলীয় নেতাকর্মী এবং এলাকার সকল পর্যায়ের মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে বোচাগঞ্জের সর্ব স্তরের মানুষ প্রতিমন্ত্রীকে ফুলেল অভিনন্দন জানান।
© দিন পরিবর্তন