নিজস্ব প্রতিনিধি
Published:28 Feb 2024, 04:13 PM
শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি পলাশ, সম্পাদক মিল্টন
শৈলকুপা (ঝিনাইদহ) :
উপজেলা পর্যায়ে বাংলাদেশের প্রথম প্রেসক্লাব ঐতিহ্যবাহী শৈলকুপা প্রেসক্লাবের গ্রুপ দ্বন্দ্বের অবসান হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে সকল সদস্যদের সম্মতিক্রমে বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি শাহিন আক্তার পলাশ ও সাধারণ সম্পাদক পদে এখন টিভির আব্দুর রহমান মিল্টন নির্বাচিত হয়েছে।
এসময় পূর্বকার পৃথক দুটি কমিটির সভাপতি এম হাসান মুসা, সভাপতি মাসুদুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক শাহিন আক্তার পলাশ, সাধারণ সম্পাদক শিহাব মল্লিকসহ উপজেলার সকল সংবাদকর্মী উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিল্টন জানান, সর্বসম্মতিক্রমে সভাপতি-সম্পাদক নির্বাচিত করা হয়েছে, শীঘ্রই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হবে। সাংবাদিকদের পেশাদারিত্ব রক্ষায় ভূমিকা রাখবে প্রেসক্লাবের নতুন কমিটি ।
প্রসঙ্গত, বাংলাদেশের উপজেলা পর্যায়ে গঠিত প্রেসক্লাবগুলোর মধ্যে ঝিনাইদহের শৈলকুপা প্রেসক্লাব অন্যতম। ১৯৭৩ সালে শৈলকুপা উপজেলার কবিরপুরে নিজস্ব ভবনে প্রেসক্লাব গঠিত হয়।
© দিন পরিবর্তন