logo

শ্রীপুরে পোশাক শ্রমিকদের অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট

নিজস্ব প্রতিনিধি

Published:05 Mar 2024, 03:30 PM

শ্রীপুরে পোশাক শ্রমিকদের অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট


শ্রীপুর(গাজীপুর):
সরকারঘোষিত নতুন কাঠামোতে বেতন বৃদ্ধি ও প্রতি মাসের প্রথম সপ্তাহের মধ্যে বেতন পরিশোধের দাবিতে গাজীপুরের শ্রীপুরে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন।মঙ্গলবার সকাল সাড়ে ৬ টায় উপজেলার জৈনা বাজার এলাকায় জমজম স্পিনিং মিলস কারখানার পাঁচ শতাধিক শ্রমিক বিক্ষোভ করেন।

এ সময় তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ আটকা পড়েছে বিভিন্ন যানবাহন। শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, সরকার সর্বনিম্ন সাত হাজার টাকা থেকে ১২ হাজার ৫০০ টাকা বেতন নির্ধারণ করলেও মালিকপক্ষ আগের নিয়মেই জানুয়ারি মাসের বেতন দেন। কারখানা কর্তৃপক্ষ বেতন গ্রেড না মেনে বেতন দেওয়ায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতি করে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করেন।

সকালে জমজম স্পিনিং মিলস পোশাক তৈরির কারখানার শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে কারখানা থেকে বের হয়ে ঢাকা - ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার ইউটার্ণ এলাকায় সড়কে বিক্ষোভ করেন। এ সময় শ্রমিকরা তাঁদের ন্যায্য অধিকার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন।

জমজম স্পিনিং কারখানার এক অপারেটর বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ আমাদের মানুষ মনে করে না। বেতন বৃদ্ধির কথা বললে চাকরিচ্যুত করার হুমকি দেয়। সারা মাস কাজ করলে সাত হাজার টাকা বেতন দেন। তা দিয়ে সংসার চলে না। কোনো মতে তিন বেলা খেয়ে বেঁচে থাকি। তাই সরকারঘোষিত বেতন-ভাতা দ্রুত বৃদ্ধি করার দাবি জানান আন্দোলনরত শ্রমিকরা।জমজমাট স্পিনিং মিলের লাইনম্যান আফরোজা বলেন, স্পিনিং মিলগুলোর মালিকপক্ষ শ্রমিকদের কেনা দাস হিসেবে ব্যবহার করে।

সরকার ১২ হাজার ৫০০ টাকা বেতন বৃদ্ধির কথা বললেও মালিকপক্ষ এক টাকাও বেতন বৃদ্ধি করবে না বলে জানিয়ে দিয়েছে। বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করলে কারখানা বন্ধ করার হুমকি দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বলেন, শ্রমিকরা সরকারঘোষিত নতুন বেতনকাঠামো বাস্তবায়নের দাবিতে আন্দোলন করেছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হলে তারা বাড়ি চলে যান। এক ঘন্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।



© দিন পরিবর্তন