নিজস্ব প্রতিনিধি
Published:11 Feb 2024, 02:55 PM
সংরক্ষিত আসনের এমপি হতে চান গ্রেনেড হামলায় আহত মাহবুবা পারভীন
সাভার (ঢাকা):
শরীরে ১৮০০ স্প্রিন্টার নিয়ে কোনরকমে বেঁচে আছি। মাঝেমধ্যে রাতের কোন কোন সময়ে অসহ্য যন্ত্রণা ওঠে শরীরে। তখন ছুটতে হয় হাসপাতালে। তাৎক্ষণিক প্রয়োজন হয় গাড়ি। কিন্তু আমার নিজের কোন গাড়ি নেই। দলের দুর্দিনে দুঃসময় থেকে আওয়ামী লীগের সাথে জড়িত আছি। অথচ এই সাভার আশুলিয়ায় যারা আওয়ামী লীগের রাজনীতিতে উড়ে এসে জুড়ে বসেছে তাদের প্রত্যেকেরই দামি দামি গাড়ি রয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী আমাকে অনেক দিয়েছেন। কিন্তু সাভার আশুলিয়ার নেতা কর্মীরা আমাকে তেমন মূল্যায়নই করেননি কোন সময়। এমনটাই বলছিলেন ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় মারাত্মক আহত সাভারের মাহবুবা পারভীন। ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তিনি। তিনি বলেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমি চেয়ার পাই। অথচ সাভার আশুলিয়ার কোন প্রোগ্রামে গেলে আমাকে দর্শকদের সারিতে সামনে বসতে হয়। দলের প্রোগ্রামে অংশ নিতে গিয়ে আমি আজ মৃত্যু পথ।
অথচ হাইব্রিড নেতা কর্মীরা আজ সাভার আশুলিয়ার সর্বেসর্বা। আমি শুধু কৃতজ্ঞতা, ধন্যবাদ জ্ঞাপন করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার। কারণ একুশে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার পর মারাত্মক আহত হলে, তিনি আমাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে পাঠিয়েছিলেন। আমার সন্তানদের পড়ালেখার দায়িত্ব নিয়েছেন তিনি। আমাকে একটি ফ্লাট উপহার দিয়েছেন। তিনি যে আমাকে ভোলেননি সে কথা আমি বুঝতে পারি গণভবনে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে আমাকে পাঠানো কার্ড হাতে পেলে।
রাষ্ট্রপতি ভবনেও আমি আমন্ত্রণ পাই। বারবার তিনি আমাকে বুকে টেনে দিয়েছেন। নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তকে আমাকে নিয়ে গল্প রয়েছে। সারা বাংলাদেশ আমাকে চেনে, সম্মান ও শ্রদ্ধা করে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, সংরক্ষিত নারী আসলে আমাকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব দিলেই আমার জীবনের শেষ ইচ্ছেটি পূরণ হবে।
আমি না চাইতেই অনেক কিছু পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তিনি আমার এই চাওয়াটাও পূরণ করবেন যথাযথভাবে। আওয়ামী লীগের জন্য যেমন রক্তাক্ত হয়েছি ।ঠিক তেমনি আমাকে দায়িত্ব দিলে আমি নিজের শেষ রক্ত বিন্দু দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করব ইনশাল্লাহ। আমি সাভার আশুলিয়াবাসীর জন্য কিছু করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ আমাকে সংরক্ষিত আসনে সংসদ সদস্য মনোনীত করে, সেই দায়িত্ব দানে বাধিত করেন। আমার সন্তানেরা আমাকে রাজনীতি করতে দিতে চায় না এখন আর
। কারণ সাভার আশুলিয়ার মাটিতে তারা আমাকে অবমূল্যায়িত হতে দেখে। কিন্তু আমি বলেছি ,যতদিন নেত্রী চাইবেন ততদিন আমি রাজনীতি করবো। আমার দায়িত্ব, আমার রাজনীতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ইচ্ছাতেই চলবে।
© দিন পরিবর্তন