logo

সংরক্ষিত নারী আসনে আ.লীগের মনোনয়ন ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

Published:14 Feb 2024, 06:26 PM

সংরক্ষিত নারী আসনে আ.লীগের মনোনয়ন ঘোষণা


দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ জন দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে সাড়ে পাঁচটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গণভবনে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়।

সংরক্ষিত আসনে আওয়ামী লীগ যাদেরকে মনোনয়ন দিয়েছে তাদের মধ্যে রয়েছেন— বরিশালে ড. শাম্মী আহমেদ, লক্ষ্মীপুরে ফরিদুন্নাহার লাইলি, চট্টগ্রামে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান, গাজীপুরে মেহের আফরোজ, ঢাকায় সানজিদা খানম, সাহিদা তারেক দীপ্তি, শেখ আনার কলি পুতুল, পারুল আক্তার, টাঙ্গাইলে তারানা হালিম, শরীয়তপুরে ঝর্ণা আক্তার, মুন্সীগঞ্জ ফজিলাতুন্নেছা ও খুলনায় বেগম মুন্নুজান সুফিয়ান প্রমুখ।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। ৪৮টি আসনের বিপরীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন ১৫৪৯জন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন প্রত্যাশীদের গণভবনে ডাকেন সাক্ষাতের জন্য। বুধবার সকালে সাক্ষাত শেষে প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন বোর্ড বসে।



© দিন পরিবর্তন