নিজস্ব প্রতিনিধি
Published:22 Oct 2023, 05:28 PM
সকল অধিকার নিয়েই আপনারা বসবাস করবেন: সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রী
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা সব ধর্মের মানুষ একসঙ্গে এই মাতৃভূমির জন্য কাজ করব। আর এই দেশ সকলেরই। আপনারা কখনও নিজেদের ছোট মনে করবেন না। সবসময় মনে করবেন এই মাটি আপনাদের। এই মাটিতে আপনারা জন্মগ্রহণ করেছেন, এখানে সকল অধিকার নিয়েই আপনারা বসবাস করবেন।
রোববার (২২ অক্টোবর) রাজধানীর গোপীবাগে রামকৃষ্ণ আশ্রমে এক অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আপনারা সুন্দরভাবে পূজা সম্পন্ন করবেন। সেই সঙ্গে সঙ্গে আশীর্বাদ করবেন সুজলা-সুফলা বাংলাদেশে গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ থাকে এবং আমাদের মানুষ যেন খেয়ে-পরে সুন্দরভাবে বাঁচতে পারে, উন্নত জীবন পায় এটিই জাতির পিতার স্বপ্ন ছিল। আশীর্বাদ করবেন আমরা যেন তা পূরণ করতে পারি।
তিনি বলেন, আমরা আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, ২০২৬ থেকে সেই কার্যক্রম শুরু হবে। বাংলাদেশের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক সেটাই আমরা কামনা করি।
তিনি আরও বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ না থামতেই এখন আবার ইসরায়েল-প্যালেস্টাইন যুদ্ধ শুরু হয়েছে। এসব কারণে স্যাংশন-কাউন্টার স্যাংশনে বিশ্বব্যাপী মুদ্রস্ফীতি দেখা দিয়েছে। এই ধাক্কা আমাদের সামাল দিতে হচ্ছে। তবে শুরু থেকেই আমরা সকলকে আহ্বান করেছি যেন, এক ইঞ্চি জমিও অনাবাদি না থাকে। খাদ্যের যেন কোনো অভাব আমাদের না হয়। কারও কাছে হাত পাততে না হয়। আমি সত্যিই আনন্দিত, আজকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে যেখানে অনাবাদি জমি ছিল সবাই তা চাষবাস করছে।
প্রধানমন্ত্রী বলেন, সবাইকে আহ্বান করব, বিশ্বব্যাপী প্রচণ্ড খাদ্যমন্দা। আমি নিজেও ইতোমধ্যে অনেকগুলো দেশে গিয়েছি। আমি দেখেছি সেখানে সব জিনিসের দাম কী রকম বেড়েছে। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি। এ রকম একটা অবস্থার মধ্যে আজকে দুর্গাপূজা হচ্ছে। করোনার মধ্যে আপনাদের সঙ্গে দেখা করতে আসতে পারিনি। এবার আসতে পেরে আমি খুবই আনন্দিত।
© দিন পরিবর্তন