নিজস্ব প্রতিবেদক
Published:26 Dec 2023, 02:38 PM
সন্ত্রাসের মাধ্যমে নির্বাচন বানচাল করতে চায় বিএনপি: ওবায়দুল কাদের
বিএনপি শুধু নির্বাচন বয়কট করেনি, বানচালও করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে ঢাকা জেলা আওয়ামী লীগ অফিসে দলের পোলিং এজেন্ট প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।
এ সময় ওবায়দুল কাদের বলেন, শুধু মিছিল-মিটিং নয়, সন্ত্রাসের মাধ্যমে নির্বাচন বানচাল করতে চায় বিএনপি। পৃথিবীর অনেক দেশেই নির্বাচন বয়কট হয়। তবে নির্বাচন বয়কটের পর বানচালের জন্য বিএনপি যা করছে, তা বিরল।
তিনি বলেন, বিএনপির নেতা নেই। রিমোট কন্ট্রোলের মাধ্যমে তাদের লিডার পরিচালনা করছে দলটিকে। দলটির লিডারশিপ লন্ডনে। তিনি রাজনীতি করছেন না, রাজনীতি ধ্বংস করছেন। দেশের গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করছে।
ওবায়দুল কাদের বলেন, বড় রাষ্ট্রগুলোর দোষের কারণে সংকটে আছে বাংলাদেশ। জিনিসপত্রের দামও বেড়েছে বেশ, ক্ষমতাসীন দল হিসেবে যার দায় এড়ানো যায় না। গণতন্ত্রকে বাঁচাতে হলে সুষ্ঠ নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, বিএনপি নির্বাচনে না থাকলেও ভোট ঘিরে দেশে উৎসবমুখর পরিবেশ থাকবে।
© দিন পরিবর্তন