logo

সরকার নির্ধারিত বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

Published:13 Jan 2024, 03:31 PM

সরকার নির্ধারিত বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ


গাজীপুর:

গাজীপুরে সরকার নির্ধারিত নতুন কাঠামো বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। সরকার ঘোষিত সর্বনিম্ন বেতন ১২ হাজার ৫০০ টাকা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে তারা।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল থেকে নগরীর কোনাবাড়ী এলাকায় মেইগো বাংলাদেশ (বে-ইকোনমিক জোন) লিমিটেডের প্রায় সাত শতাধিক শ্রমিক দাবি আদায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এসময় দুইপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জিয়াউল ইসলাম দিন পরিবর্তনকে বলেন, শনিবার সকালে বে-ইকোনমিক জোনের সামনে কিছু শ্রমিকরা রাস্তায় নেমে আসে। পরে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বিষয়টি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চলছে।

মেইগো বাংলাদেশ (বে-ইকোনমিক জোন) লিমিটেডের এডমিন ম্যানেজার খালিদ হাসান দিন পরিবর্তনকে জানান, শ্রমিকদের বেতন বাড়ানো হয়েছে কিন্তু তাদের মন মতো হয়নি। তিনি আরও বলেন বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

অন্যদিকে, নতুন স্কেলে বেতন পরিশোধের দাবিতে শনিবার সকালে মহানগরীর তারগাছ এলাকায় মুনলাইট গার্মেন্টস লিমিটেড ও এহসান গার্মেন্টসের শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপির গাছা থানার এসআই (উপ-পরিদর্শক) শারমিন আক্তার।

এই বিষয়ে জানতে মুনলাইট গার্মেন্টস লিমিটেড ও এহসান গার্মেন্টস সিনিয়র প্রশাসন কর্মকর্তা আতাউর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।



© দিন পরিবর্তন