logo

সরকারি বদলী আদেশ অমান্য : যোগদান করেননি মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি)

নিজস্ব প্রতিনিধি

Published:28 Feb 2024, 05:17 PM

সরকারি বদলী আদেশ অমান্য : যোগদান করেননি মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি)


সাভার (ঢাকা):
স্বাস্থ্য অধিদপ্তরে কর্তৃক যোগদানের নির্দেশ থাকা সত্ত্বেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাভারে আজ অবধি যোগদান করেননি মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি) খন্দকার জহিরুল ইসলাম। এর মাধ্যমে তিনি সরাসরি সরকারি নির্দেশ অমান্য করেছেন বক্তব্য খোদ জেলা সিভিল সার্জন এর।জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাভারে অবসরজনিত কারণে মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি) পদটি শূন্য হয়। ফলে ব্যাহত হয় এক্সরে কার্যক্রম। রোগীরা বঞ্চিত হয় এক্সরে থেকে।

ফলে সাধারণ রোগীদের আশেপাশের বেসরকারি হাসপাতালগুলো থেকে উচ্চমূল্যে এক্সরে করাতে অনেক খরচ করতে হয়। যা বহন করা সাধারন দুঃস্থ রোগীদের ক্ষেত্রে কষ্টকর। ফলস্বরূপ,সাধারণ রোগীদের পড়তে হচ্ছে চরম বিপাকে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাভারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সায়েমুল হুদা জানান, অবসরজনিত কারণে মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি)পদটি শূন্য হলে,রোগীদের দুরবস্থার কথা চিন্তা করে বিধি মোতাবেক আমি স্বাস্থ্য অধিদপ্তর বরাবর মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি) শূন্য পদে নিয়োগের জন্য আবেদন করি।

কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করে উপযুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের প্রেক্ষিতে, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা এর স্বারক নং স্বাঃ অধিঃ/প্রশা ৩/মেডিঃ টএকঃ বদলী/ পেষণ-০২/২০২৪/৩০৮ তারিখ ২৫-০১-২০২৪ খ্রিঃ মোতাবেক খন্দকার জহিরুল ইসলাম মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি) এর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাভার, ঢাকায় শূন্য পদে ভর্তির আদেশ প্রদান করলেও অদ্যবধি তিনি যোগদান করেননি। বিধি মোতাবেক,বদলির আদেশের তিন কর্ম দিবসের মধ্যে যোগদানের জন্য নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু অজ্ঞাত কারণে তিনি যোগদান না করায় আমি আবারও মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তরের শরণাপন্ন হয়ে একটি দরখাস্ত প্রেরণ করি। তথাপি অদ্যবোধি তিনি যোগদান করেননি। পরে হাসপাতালের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন মহোদয়কে ফোন দিয়ে খন্দকার জহিরুল ইসলাম কর্মস্থলে যোগদান না করার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, কর্মস্থলে যোগদান না করে তিনি সরাসরি সরকারি আইন অমান্য করেছেন। আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষ বরাবর আবেদন করেছি এবং নতুন একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাভারে মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি) হিসেবে যোগদান করানোর জন্য অধিদপ্তরের কাছে দরখাস্ত করেছি।। যেটির কার্যক্রম চলমান রয়েছে। আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্যাটির সমাধান হবে।



© দিন পরিবর্তন