নিজস্ব প্রতিবেদক
Published:04 Jan 2024, 05:42 PM
সাকিবের নির্বাচনী প্রচারণায় মাশরাফি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এবারের নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে লড়ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং সাকিব আল হাসান। প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেয়া সাকিবের সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) মাগুরায় পা রাখেন মাশরাফি। সাকিবের প্রচারণায় যোগ দেন জাতীয় দল থেকে রাজনীতির মাঠের সতীর্থ হওয়া মাশরাফি। এদিন মাগুরা শহর ঘুরে হুট খোলা গাড়িতে সাকিবের পক্ষে ভোট চাইলেন নৌকা মার্কায়।
বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় নড়াইল থেকে মাগুরা জেলা পরিষদ ডাক বাংলোয় পৌঁছান মাশরাফি। সেখানে মাগুরা জেলা আওয়ামী লীগের নেতৃবিন্দের সঙ্গে কিছু সময় আলাপ-আলোচনার পর সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে ছাদ খোলা গাড়িতে নৌকা প্রতীকের লিফলেট নিয়ে বেরিয়ে পড়েন প্রচারণায়।
মাশরাফির চিরচেনা ঐতিহাসিক নোমানী ময়দান থেকে শুরু হয় তাদের প্রচারণার কার্যক্রম। শহরের চৌরঙ্গীমোড় ঘুরে সরকারি হোসেন শহীদ সোহরায়ার্দী কলেজের সামনে দিয়ে ভায়নামোড় গিয়ে শেষ করেন। এ সময় মাশরাফি তিনি নিজ হাতে শহরের ভোটারদের নিকট সাকিবের জন্য ভোট প্রার্থনা করেন এবং লিফলেট বিতরণ করেন।
নিজের প্রচার প্রচারণা রেখে সাকিবের প্রচারণায় কেন এসেছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, সাকিব রাজনীতিতে নতুন তাই তাকে সময় দিতে দুই ঘণ্টার জন্য মাগুরায় এসেছি।
শহরের ভায়না মোড় থেকে প্রচারণা শেষ করে নড়াইলের উদ্দেশ্য মাগুরা ত্যাগ করেন মাশরাফি। মাশরাফির প্রচারণায় সাকিবের সঙ্গে ছিলেন, সৌম্য সরকার, আবু হায়দার রনি, সাব্বির রহমানদের মতো জাতীয় দলের খেলোয়াড়রা।
এছাড়া সকালে মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী বিশ্ববরেণ্য ক্রিকেটার সাকিব আল হাসান শহরের কেশব মোড় থেকে গণসংযোগ শুরু করেন। এরপর তিনি মাগুরা জেলা আইনজীবী সমিতিতে আসেন। সেখানে আইনজীবীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
© দিন পরিবর্তন