logo

সাকিব-তামিমের সঙ্গে বসতে সিলেটে বিসিবির তদন্ত কমিটি

নিজস্ব প্রতিনিধি

Published:29 Jan 2024, 12:39 PM

সাকিব-তামিমের সঙ্গে বসতে সিলেটে বিসিবির তদন্ত কমিটি



বিশ্বকাপ ব্যর্থতার তদন্তের কাজ শেষ করতে সিলেটে উড়ে এসেছেন তদন্ত কমিটির তিন সদস্য। তদন্ত শেষ দিকে হলেও এতোদিন অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে কথা হয়নি কমিটির। এ ছাড়া তামিম ইকবালের সঙ্গেও বসবেন তারা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বে সাকিব-তামিমদের আজ সোমবার কোনো খেলা নেই। তাই এই দিনটিকে বেছে নিয়েছেন এনায়েত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের বিসিবির বিশেষ কমিটি। কমিটির অপর দুই সদস্য বিসিবির দুই পরিচালক মাহবুবুল আনাম ও আকরাম খান।

আজ সকালে সিরাজ-আকরামরা হোটেলে এসে পৌঁছান। দিনে-দিনে দুজনের সঙ্গে বসে বিসিবিতে রিপোর্ট জমা দেবে তদন্ত কমিটি। এরপর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিসিবির বোর্ড সভায় রিপোর্ট পর্যালচনা করে আসবে সিদ্ধান্ত।

ভারত বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স মূল্যায়নে বিশেষ কমিটি গঠনের কথা বিসিবি জানায় গত ২৯ নভেম্বর। কমিটিকে যদিও কাজ শেষ করার কোনো সময় বেঁধে দেওয়া হয়নি, তবু সব গুছিয়ে আনার পরও পেরিয়ে গেছে প্রায় এক মাস। বিশ্বকাপে বড় আশা নিয়ে বাংলাদেশ গেলেও মাত্র ২ জয় নিয়ে ফিরতে হয়।



© দিন পরিবর্তন