logo

সাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ট্রলার থেকে উদ্ধার ১৩ জেলে

নিজস্ব প্রতিবেদক

Published:15 Aug 2022, 07:27 PM

সাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ট্রলার থেকে উদ্ধার ১৩ জেলে


বাগেরহাটের শ্যালাচর এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং ট্রলার হতে ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।  সোমবার সকালে ইঞ্জিন বিকল হয়ে পড়া “ছোট হুজুরের দোয়া” নামে ওই মাছ ধরা ট্রলারটি থেকে ১৩ জন জেলেকে উদ্ধার করা হয়।

এর আগে, গত রোববার রাতে ৯৯৯ থেকে ফোন কলের মাধ্যমে সংবাদ পেয়ে কোস্টগার্ডের কচিখালী স্টেশন থেকে একটি উদ্ধারকারী দল দ্রুত শ্যালাচর এলাকায় যায়।

কোস্টগার্ডের লে: কমান্ডার এম মামুনুর রহমান জানান, “ছোট হুজুরের দোয়া” নামক ফিশিং ট্রলারটি গত ১২ আগস্ট পিরোজপুর জেলার ভান্ডারিয়া থেকে ১৩ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়।  ১৩ আগস্ট সকালে ফিশিং ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে।  পরবর্তীতে ফিশিং ট্রলারটি ভাসতে ভাসতে শ্যালাচর এলাকায় আসে এবং ৯৯৯ ফোন করে তাদের ইঞ্জিন নষ্ট হয়ে ভাসমান অবস্থায় আছে বলে জানায়। 

কোস্ট গার্ডের কাছে খবর আসার পর উদ্ধারকারী দল মাছ ধরা ট্রলারটির কাছে পৌছায় এবং সমুদ্র উত্তাল থাকায় তাদেরকে নিয়ে শ্যালাচর ফরেস্ট অফিসের অদুরে নিরাপদ স্থানে অবস্থান নেয়।  সোমবার সকাল সকালে একটি কাঠের বোট নিয়ে কোস্টগার্ডের স্টেশন শরণখোলার উদ্দেশ্যে যাত্রা করে।  জেলেরা সকলেই শারিরীকভাবে সুস্থ আছে। 



© দিন পরিবর্তন