logo

সাতকানিয়ায় অনুমতি ব্যতীত পুকুর খনন, জরিমানা

নিজস্ব প্রতিনিধি

Published:26 Feb 2024, 04:55 PM

সাতকানিয়ায় অনুমতি ব্যতীত পুকুর খনন, জরিমানা


চট্টগ্রাম :
সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছোট ঢেমশা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।

গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছোট ঢেমশা এলাকায় অনুমতি ব্যতীত পুকুর খনন ও বানিজ্যিক উদ্দেশ্যে ট্রাকে করে মাটি পরিবহন করে ধুলা বালি দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর আওতায় মোবাইল কোর্টের মাধ্যমে নেছার আহমদ নামে একজনকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার টাকা) জারিমানা করা হয়। নেছার আহমদ হলেন সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছোট ঢেমশার চেয়ারম্যান বাড়ির ছিদ্দিক আহমদের ছেলে।

মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যরা।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস বলেন জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যহত থাকবে।



© দিন পরিবর্তন