নিজস্ব প্রতিনিধি
Published:24 Feb 2024, 05:14 PM
সাতকানিয়ায় অনুমতি ব্যতীত পুকুর খনন, জরিমান
সাতকানিয়া (চট্টগ্রাম) :
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় ২৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে এগারো টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছদাহা ইউনিয়নের ছোট ঢেমশা এলাকায় অনুমতি ব্যতীত পুকুর খনন ও বানিজ্যিক উদ্দেশ্যে ট্রাকে করে মাটি পরিবহন করে ধুলা বালি দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত নেছার আহমদ, পিতা- ছিদ্দিক আহমদ, চেয়ারম্যান বাড়ি, ছোট ঢেমশা, ছদাহা, সাতকানিয়া, চট্টগ্রাম কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) জারিমানা প্রদান করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস। জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
এসময় মোবাইল কোর্ট পরিচালনায় সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
© দিন পরিবর্তন