প্রতিনিধি
Published:05 Feb 2024, 01:12 PM
সাতকানিয়া মির্জাখীলে ক্ষতিপূরণের দাবীতে মানববন্ধন
সাতকানিয়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড হরিদার ঘোনার লেকের বাঁধ কেটে দেওয়া পানিতে সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নের শত শত ঘর বাড়ী, গবাদী পশু, ফসলী জমি পানির নিচে তলিয়ে যায়। এসময় মির্জাখীল বাংলা বাজার, মঙ্গল চাঁদপাড়া, দ্বীপের কুল, সাইরতলী পাড়া, কুতুব পাড়া, আছাড়তলী, কালামিয়ার পাড়া এলাকার কাঁচা ঘর পানিতে তলিয়ে গেছে। ছোট হাতিয়ার সুইচ গেইট, সাইরতলীতে দরবার শরীফের পানির গোধা ভেঙ্গে গিয়ে গরু, ছাগল, হাঁস মুরগী পানিতে ভেসে যায়। ঘর বাড়ী, স্কুল, মাদ্রাসা ডুবে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুকুরের মাছ, ফসলের ক্ষেত নষ্ট হয়। সবকিছু হারিয়ে সাধারণ মানুষ খোলা আকাশের নিচে মাববেতর জীবন যাপন করছে। যাদের দ্বীতল বাড়ী আছে সেখানে বানভাসি মানুষ রাত্রীযাপণ করছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলিগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এবং পরবর্তীতে বিকাল ৫টায় মির্জাখীল বাংলা বাজারে নুরুল আবছার চৌধুরীর নেতৃত্বে মানববন্ধন করা হয়।মানববন্ধনে নুরুল আবছার চৌধুরী বলেন, কোন মাইকিং না করে বনবিভাগের কিছু অসাধু কর্মকর্তার ও কুচক্রীমহলের যোগসাজসে বাঁধ কেটে দিয়েছে। মানববন্ধনে ঘটনার সাথে জড়িতদের তদন্তপূর্বক শাস্তির দাবী করে পর্যাপ্ত পরিমান সরকারি সাহায্য ও ক্ষতিগ্রস্থ পরিবারের গৃহ নির্মাণসহ পূর্নবাসনের দাবী জানান। এতে আরো বক্তব্য রাখেন, ছোট হাতিয়া সুইচ গেইট কমিটির সভাপতি মাওলানা শামশুল আলম, যুবলীগ নেতা সেলিম উদ্দিন চৌধুরী প্রমূখ।
এলাকা পরিদর্শনে যান, উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আঞ্জুমান আরা, ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন হাসান চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী, প্রকৌশলী পারভেজ সরোয়ার ও প্রকল্প কর্মকর্তা কামরুল ইসলাম, ইউ,পি চেয়ারম্যান জসিম উদ্দিন, ইউ,পি সদস্য আহমদ কবির ভেট্টা, আইয়ুব জমাদার, মহিউদ্দিন, ছৈয়দ আহমদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
© দিন পরিবর্তন