logo

সাভারে দুইটি অবৈধ হাসপাতাল সিলগালা

নিজস্ব প্রতিনিধি

Published:10 Mar 2024, 05:37 PM

সাভারে দুইটি অবৈধ হাসপাতাল সিলগালা


সাভার (ঢাকা):
সাভারে দুইটি অবৈধ হাসপাতাল সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কতৃপক্ষ।
স্বাস্হ্য মন্ত্রনালয়ের নির্দেশনায় আজ ১০ মার্চ দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ সাইদুল ইসলামের নেতৃত্বে প্রশাসনের সার্বিক সহযোগিতায় নিবন্ধন না থাকায় ২ টি হাসপাতালের সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে ।

হাসপাতাল দুটি হলো আশুলিয়ার পলাশবাড়ীতে অবস্থিত সোহেল স্কয়ার হাসপাতাল ও তালিব মেডিক্যাল হাসপাতাল । অভিযানের সময় ডাঃ সাইদুল ইসলাম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়েমুল হুদার তত্ত্বাবধানে ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশক্রমে আমরা এই অভিযান পরিচালনা করেছি। যেটি অব্যাহত থাকবে। এই অভিযানের ব্যাপারে বিস্তারিত জানতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়েমুল হুদাকে মোবাইলে প্রশ্ন করা হলে তিনি বলেন, মানহীন ও নিবন্ধনহীন কোন হাসপাতাল সাভার উপজেলায় থাকবে না ইনশাল্লাহ।
এজন্য আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা চাই। তিনি জোর দিয়ে বলেন,আবারও বলছি স্বাস্থ্য সেবায় জিরু টলারেন্স।



© দিন পরিবর্তন