logo

সিনোফার্মের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিল সরকার

দিন পরিবর্তন ডেস্ক

Published:29 Apr 2021, 03:36 PM

সিনোফার্মের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিল সরকার


রাশিয়ার ‘স্পুৎনিক-ভির’ পর এবার চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকা দেশে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) মহাখালীতে ওষুধ প্রশাসন অধিদপ্তর আয়োজিত এক ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, সিনোফার্মের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। এই টিকার প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ নিতে হবে।

এর আগে রাশিয়ার 'স্পুটনিক-ভি' টিকা দেশে জরুরি ব্যবহারের অনুমতি দেয় সরকার।

তিনি আরো জানান, চীন প্রথম দফায় ৫ লাখ ডোজ দিচ্ছে। এর বাইরে আগামী দুই সপ্তাহে চীনের ভ্যাকসিন আসার সম্ভাবনা আছে।

ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদন করা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে দেশে করোনার টিকাদান কার্যক্রম চলছে। তবে টিকার নতুন সরবরাহ নিয়ে সংকট তৈরি হওয়ায় সরকার রাশিয়ার 'স্পুটনিক-ভি' ও চীনের সিনোফার্মের টিকা আনার উদ্যোগ নেয়।



© দিন পরিবর্তন