logo

সিরিয়ায় রুশ বিমান হামলায় নিহত ২০০

আন্তর্জতিক ডেস্ক

Published:20 Apr 2021, 10:17 AM

সিরিয়ায় রুশ বিমান হামলায় নিহত ২০০


সিরিয়ায় রুশ বিমান হামলায় ‘দুই শতাধিক যোদ্ধা’ নিহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

পালমিরার উত্তর-পূর্বে একটি ‘সন্ত্রাসী’ ঘাঁটিতে এ বিমান হামলা চালানো হয়। খবর আরব নিউজের।

সোমবার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, সন্ত্রাসীরা অবস্থান করছে একাধিক চ্যানেলের মাধ্যমে এমন তথ্য নিশ্চিত হওয়ার পরে রাশিয়ান অ্যারোস্পেস ফোর্সেস বিমান হামলা চালায়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়, তারা ‘দুটি আস্তানা নির্মূল’ করেছে এবং ‘দুই শতাধিক জঙ্গি’ হত্যা করেছে। তবে কবে এ বিমান হামলা চালানো হয় তা বিবৃতিতে জানানো হয়নি।

এদিকে আল সাবাহর এক খবরে বলা হয়েছে, ‘জঙ্গিরা’ আগামী মাসে অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে হামলার পরিকল্পনা করছিল।

আগামী ২৬ মে সিরিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১১ সালে আসাদবিরোধী বিক্ষোভ দমন নিয়ে সিরীয় সংঘাতের সূত্রপাতের পর থেকে এটা দ্বিতীয় নির্বাচন। ওই সংঘাতে এখন পর্যন্ত ৩ লাখ ৮৮ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।



© দিন পরিবর্তন