logo

সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করলেন রেলমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি

Published:17 Feb 2024, 05:46 PM

সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করলেন রেলমন্ত্রী


মোঃ মাসুদুর রহমান, নীলফামারী :
নীলফামারীর সৈয়দপুরে দেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা পরিদর্শন করলেন রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম। ১৭ ফেব্রুয়ারি শনিবার সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে আসেন তিনি।
এ সময় রেলমন্ত্রী সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ, ফাউন্ড্রি ও প্রোডাকশন শপের কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন। পরিদর্শনের সময় তার সাথে ছিলেন রেলপথ সচিব ডা. মো. হুমায়ুন কবির, রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল ইসলাম, অতিরিক্ত মহাপরিচালক পার্থ সরকার, জেনারেল ম্যানেজার পশ্চিম অসিম কুমার তালুকদার, প্রধান যন্ত্র প্রকৌশলী মো. কুদরত ই খুদা, সংসদ সদস্য সিদ্দিকুল আলম ও নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।পরিদর্শন শেষে রেলমন্ত্রী সাংবাদিকদের বলেন, রেলওয়ের জমি যারা দখল করে আছে তারা জানে এটা অন্যায় কাজ। তারা কি শান্তিতে আছে? এক ধরনের দুর্বৃত্ত যারা, তারা এ কাজ করতেই থাকে।

এখানের মানুষ গুলোকে ভালো হতে হবে। সর্বত্র চুরি হচ্ছে, তা বন্ধ করতে হবে, এবং চোরকে কঠিন শাস্তির আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, এ কারখানার লোকবল বাড়াতে হবে। শ্রমিক সংকট কারখানাকে পিছনে ফেলেছে। দক্ষ শ্রমিক নিয়োগ করে এটিকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হবে।
পরিদর্শন শেষে তিনি পাব্বর্তিপুর কেলোকার উদ্দেশ্যে রওয়ানা হন। তিনি দ্রুত লোকবল নিয়েগের কথা বলেন ও তাদের ট্রেনিং দেওয়া হবে বলে জানান।



© দিন পরিবর্তন