নিজস্ব প্রতিনিধি
Published:16 Feb 2024, 08:18 PM
সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ,নিহত-১
সোনারগাঁ প্রতিনিধি:
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের বালুর মাঠে জাকির গ্রুপ ও জসিম গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এই ঘটনায় মো: পারভেজ (২৫) নামে একজন নিহত এবং উভয় পক্ষের কমপক্ষে ৯ জন আহত হয়েছে। নিহত পারভেজ উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের মো: মোতালেব মিয়ার ছেলে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন বলেন, হত্যাকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদনের পর লাশ মর্গে পাঠানো হবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
/মামুন
© দিন পরিবর্তন