logo

স্ত্রীর মৃত্যুর ৪ ঘণ্টার মধ্যেই মারা গেলেন স্বামী

নিজস্ব প্রতিনিধি

Published:19 Jan 2024, 04:31 PM

স্ত্রীর মৃত্যুর ৪ ঘণ্টার মধ্যেই মারা গেলেন স্বামী


নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্ত্রী মোহসেনা খাতুনের (৬২) মৃত্যুর চার ঘণ্টা পর মারা গিয়েছেন স্বামী আবু সায়েদ (৭০)।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ব্রেন স্টোক করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন স্ত্রী মোহসেনা খাতুন। এর চার ঘণ্টা পর ১০টা ৩০ মিনিটে স্বামী আবু সায়েদ (৭০) নিজ বাড়িতে মারা যান।

নিহত আবু সায়েদ কোম্পানীগঞ্জ উপজেলার চড়কাঁকড়া ইউনিয়নের নতুন বাজার এলাকার খলিল মোল্লা বাড়ির বাসিন্দা।

একসঙ্গে এক পরিবারের দুজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, আবু সায়েদ দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সার আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। এরপর চিকিৎসক আবু সায়েদকে বাড়িতে পাঠালে চিন্তায় পড়ে যান স্ত্রী মোহসেনা খাতুন। স্বামীর চিন্তায় স্ট্রোক করেন স্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্ত্রী মোহসেনা খাতুন। এর ঠিক চার ঘণ্টা পর রাত ১০টা ৩০ মিনিটে নিজ বাড়িতে মারা যান স্বামী আবু সায়েদ।

বিষয়টি নিশ্চিত করেছেন চরকাঁকড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. হানিফ সবুজ।

তিনি জানান, স্ত্রী সুস্থ ছিলেন। তবে স্বামীর অসুস্থতা বেড়ে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েন তিনি। তাদের উভয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 



© দিন পরিবর্তন