নিজস্ব প্রতিনিধি
Published:23 Sep 2023, 03:47 PM
স্বস্তির বৃষ্টিতে কৃষকের মুখে হাসি
পঞ্চগড়ে দীর্ঘদিন খড়ার পর স্বস্তির বৃষ্টি নেমে আসলো। এতেই স্বস্তি দেখা গেছে স্থানীয় কৃষকের মাঝে। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া স্বস্তির বৃষ্টিতে আমন ধানের ক্ষেতগুলো সবুজে ভরে উঠেছে। জেলার বেশিরভাগ মানুষের আয়ের উৎস কৃষি। আমন ধানের ক্ষেত গুলোতে এ মুহূর্তে বৃষ্টি খুবই প্রয়োজন ছিলো। বৃহস্পতিবার থেমে থেমে বৃষ্টির ফলে আমন ধানের ভালো উৎপাদন আশা করা যাচ্ছে। দীর্ঘদিন খড়ার কবলে পড়ে আমন ধানের ক্ষেত গুলো শুকিয়ে গিয়েছিল।, অনেক ধানের গাছ লালচে আকার ধারণ করেছিল। যার ফলে কৃষকদের মাঝে দু:শ্চিন্তা বিরাজ করেছিল। তবে বৃষ্টি হওয়ায় এখন অনেকটাই দু:শ্চিন্তা মুক্ত কৃষকরা।
এ বিষয়ে ৮ নং বোদা ইউনিয়নের বালাভীড় এলাকার আমন চাষী মজাহারুল বলেন, এ বৃষ্টি আমাদের কাছে ঈদের খুশির মতো। এতে ধানের চারা তাড়াতাড়ি বড় হবে। আমন ধানের গাছ হতে অতি দ্রুত ধানের শীষ বের হবে।
এ সময় কথা বলেন বেংহারী গ্রামের আমন ধান চাষী জালাল এর সাথে, তিনি বলেন, এ বছর বর্ষা মৌসুমের শুরু থেকে বৃষ্টিপাত না হওয়ায় আমন ধানের ক্ষেত গুলো শুকিয়ে গেছে। গাছ বৃদ্ধি কম হয়েছে। বৃষ্টি হওয়ায় গাছ ও ফসলের জন্য ভালো হয়েছে।
এ ব্যাপারে বোদা উপজেলা কৃষি অফিসার আহম্মেদ রাশেদ উদ নবী বলেন, চলতি মৌসুমের শুরুতে কম বেশি বৃষ্টি হলেও মাঝ পথে র্দীঘ সময় বৃষ্টির পানি না হওয়া কৃষকরা একটু চিন্তিত হয়ে পড়েন। এই বৃষ্টির ফলে আমন ধানের ক্ষেতগুলোর অবস্থান পরিবর্তন হবে। আমন ধানের ফলন ভাল হবে।
© দিন পরিবর্তন