নিজস্ব প্রতিবেদক
Published:30 Jun 2022, 06:29 PM
হঠাৎ ওয়ানডে দলে তাইজুল
সাকিব আল হাসান ওয়ানডে সিরিজ খেলবেন না- এটি একপ্রকার প্রায় নিশ্চিত। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছেন, বোর্ডে ছুটির আবেদন জমা না করলেও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে সাকিব মৌখিকভাবে জানিয়ে দিয়েছেন, তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে চায় না।
এ অবস্থায় প্রশ্ন উঠেছে, সাকিব না খেললে টিম ম্যানেজমেন্ট কি তার বিকল্প কাউকে ভাবছে? ওয়ানডেতে সাকিবের পরিবর্তে কাকে খেলানো হবে? এ প্রশ্নের উত্তর দিয়েছেন জাতীয় দলের নির্বাচক প্যানেল এর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
আজ (বৃহস্পতিবার) সকালে একটি গণমাধ্যমকে জানিয়েছেন, সাকিব শেষ পর্যন্ত ওয়ানডে দলে যোগ না হলে আমরা বাইরে থেকে কাউকে ভাবছি না। মানে নতুন করে দেশ থেকে কাউকে ওয়েস্ট ইন্ডিজ পাঠানো হবে না। সাকিবের বদলি হিসেবে বাঁহাতি স্পিনার তাইজুলকে ওয়ানডে দলে যোগ করা হবে।
যেখানে টেস্ট খেলার পরে সাবেক অধিনায়ক মুমিনুল হক সহ মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজার ও খালেদ আহমেদ সঙ্গে বাঁহাতি স্পিনার তাইজুলেরও দেশে উড়াল দেয়ার কথা ছিল। কিন্তু তাইজুল এখন থেকে যাচ্ছেন ওয়ানডের জন্য।
তাইজুল সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন ২০২০ সালে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে। ম্যাচে বাংলাদেশ জিতেছিল ১২৩ রানের বড় ব্যবধানে । তাইজুল ৯ ওভারে ৩৬ রান দিয়ে তুলে নিয়েছেন ২ উইকেট। তিনি সর্বমোট ৯টি ওয়ানডে ম্যাচ খেলে উইকেট পেয়েছেন ১২টি।
© দিন পরিবর্তন