logo

হারানো গরুর খোঁজে ডা. এজাজ!

দিন পরিবর্তন ডেস্ক

Published:01 Jul 2022, 11:37 AM

হারানো গরুর খোঁজে ডা. এজাজ!


কোরবান আলী তার প্রিয় পোষা প্রাণী সোনাইকে নিয়ে আসে ঢাকায়, কোরবানির জন্য। লাল গরু সোনাইকে কোরবান আলী সন্তানের মতো স্নেহ করে। সোনাই স্বভাবে খুব শান্ত। কিন্তু শহরের গাড়ির শব্দে শান্ত হঠাৎ অশান্ত হয়ে দৌড় শুরু করে। এক সময় ছুটে পালায় কোরবান আলীর কাছ থেকে। হারানো সোনাইকে খুঁজতে থাকে সে। এদিকে সোনাইয়ের আগমনে অর্ণব-অনন্যাদের বাসায় শুরু হয় হৈ হৈ কাণ্ড। প্রিয় গরুর যত্ন নিয়ে চলে নানা জল্পনা কল্পনা। এর মধ্যেই সোনাইয়ের হারানোর খবর আসে। সব যায় ভেস্তে। গরু খোঁজার জন্য ভাড়া করা হয় প্রাইভেট ডিটেকটিভ।

এমনই গল্পে নির্মাণ করা হয়েছে ঈদের বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা’। রচনা করেছেন সাইফুল্লাহ রিয়াদ এবং পরিচালনা করেছেন মো. তোফায়েল সরকার। নাটকে প্রাইভেট ডিটেকটিভ চরিত্রে অভিনয় করেছেন ডা. এজাজুল ইসলাম। এছাড়াও আছেন বৃন্দাবন দাস, পাভেল ইসলাম, অ্যালেন শুভ্র, নাজমুল ইসলাম অনিক, পরশ লোদি। শিশু শিল্পী চরিত্রে অভিনয় করেছেন যারার তাহের সোবহান, উমাইজা শাহিদা আরিশা, মানহা মেহজাবিন, প্রিয়ন্ত বড়ুয়া পূর্ণ, স্বৈজ সায়ন্তন, সুমেধা চাকমা। ঈদের ৫ দিন, দুপুর ১টা, বিকেল ৫টা ৩০ এবং রাত ৮টায় শুধুমাত্র দূরন্ত টিভিতে দেখা যাবে মজার গল্পের নাটকটি।



© দিন পরিবর্তন