নিজস্ব প্রতিবেদক
Published:04 Feb 2024, 02:29 PM
হিজবুল্লাহকে ধ্বংস করতে যেখানে প্রয়োজন সেখানেই যাবে ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক:
ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে ধ্বংস করতে যেখানে প্রয়োজন সেখানেই যাবে ইসরায়েল। শনিবার (৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি। এক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।
আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন, ৭ অক্টোবরের পর থেকে লেবাননে হিজবুল্লাহ’র ৩৪ হাজার ঘাঁটিতে চালানো হয়েছে হামলা। টার্গেট হয়েছে সংগঠনটির কমপক্ষে ১২০টি সীমান্ত নজরদারি ফাঁড়ি, ৪০টি কমান্ড সেন্টার, ৪০টি অস্ত্রগারসহ বহু স্থাপনা।
লেবাননের বাইরে কেবল সিরিয়ায়ই অভিযান চালানো হয়েছে গোষ্ঠীটির অর্ধশতাধিক ঘাঁটিতে। মৃত্যু হয়েছে হিজবুল্লাহ’র অন্তত ২০০ সদস্যের। এর আগে, সীমান্ত থেকে পিছু না হটলে লেবাননে সর্বাত্মক হামলার হুঁশিয়ারিও দিয়েছে তেল আবিব।
© দিন পরিবর্তন