logo

হিলি দিয়ে ভারত থেকে পাঁচ বছরে আমদানির পরিমাণ ৮৫ লাখ টন

নিজস্ব প্রতিবেদক

Published:26 Feb 2024, 03:57 PM

হিলি দিয়ে ভারত থেকে পাঁচ বছরে আমদানির পরিমাণ ৮৫ লাখ টন


গত পাঁচ বছরে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের আমদানি-রপ্তানির পরিমাণ ৮৫ লাখ ৯০ হাজার ৪০০ মেট্রিক টন। এরমধ্যে ভারত থেকে আমদানির পরিমাণ ৮৪ লাখ ৮১ হাজার মেট্রিক টন এবং দেশটিতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ১ লাখ ৯ হাজার ৪০০ মেট্রিক টন। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।

এতে আরও জানানো হয়, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ডুপ্লেক্স বোর্ড, নিউজপ্রিন্ট, পেপার বোর্ড, পেপার, সুতা, গুঁড়া দুধ ও জুসসহ বিভিন্ন পণ্য আমদানি করা হয়। এছাড়া এ স্থলবন্দর দিয়ে বাংলাদেশের বিভিন্ন পণ্য ভারতে রপ্তানি করা হয়। গত পাঁচ বছরে এ স্থলবন্দর থেকে ৩৯ কোটি টাকা আয় হয়েছে বলেও তথ্যবিবরণীতে জানানো হয়।

তথ্যবিবরণীতে আরও বলা হয়, হিলি স্থলবন্দর দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাংলা হিলি সীমান্তে অবস্থিত। এ স্থলবন্দরের পাশে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলা। ২০০২ সালে হিলি শুল্ক স্টেশনকে স্থলবন্দর ঘোষণা করা হয়।

/মামুন



© দিন পরিবর্তন