logo

হ্যালো সুপারস্টারসের আয়োজনে ভারত বাংলাদেশ প্রীতি ফুটবল ম্যাচ আগামীকাল

নিজস্ব প্রতিনিধি

Published:26 Oct 2023, 04:50 PM

হ্যালো সুপারস্টারসের আয়োজনে ভারত বাংলাদেশ প্রীতি ফুটবল ম্যাচ আগামীকাল


কামরুল হাসান, কুমিল্লা প্রতিনিধি:

২৭ অক্টোবর  শুক্রবার “হ্যালো সুপারস্টারস” আয়োজিত বহুল প্রতীক্ষিত বাংলাদেশ একাদশ ও ভারত একাদশের মধ্যবর্তী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা স্টেডিয়ামে। এ ম্যাচে দুই দেশের জনপ্রিয় সাবেক ও বর্তমান ফুটবলাররা অংশ নিতে যাচ্ছে।সম্প্রতি এ ম্যাচকে ঘিরে কুমিল্লায় তুমুল প্রস্তুতি চলছে।প্রতিনিয়তই খেলার সময়সূচি মাইকের মাধমে জানিয়ে দেওয়া হচ্ছে। কুমিল্লার ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহ নিয়ে বসে আছে এই বহুল প্রত্যাশিত খেলার জন্য।সবাই অপেক্ষায় আছে দুই দেশের জনপ্রিয় ফুটবলারদের পায়ের কাড়াকাড়ি দেখার জন্য।সবকিছু মিলিয়ে দুই দেশের সাবেক – বর্তমান খেলোয়াড়দের নিয়ে এ ম্যাচকে ঘিরে আনন্দঘন মুহূর্তে সজ্জিত হচ্ছে কুমিল্লা।

হ্যালো সুপারস্টারসের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কুমিল্লার কৃতী সন্তান ও দেশবরেণ্য সঙ্গীত শিল্পী আসিফ আকবর খেলার সার্বিক পরিস্থিতি ও আয়োজন পর্যবেক্ষণে কুমিল্লায় অবস্হান করছেন।এর আগে তিনি গত ১১ অক্টোবর রোজ বুধবার একটি সংবাদ সম্মেলনে এ ম্যাচের আয়োজনে সার্বিক তথ্য তুলে ধরেন।সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান রুমেন।সেখানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের ব্যবস্হাপনা পরিচালক টংকু মুকিত,মালয়েশিয়ার ব্যবস্হাপনা পরিচালক আনিসুর রহমান,হ্যালো সুপারস্টারস অ্যাপের অনুষ্ঠান প্রধান নবীন হোসেন সহ হ্যালো সুপারস্টারসের আরো অন্যান্য কর্মকর্তারা। এ অনুষ্ঠানটি দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক ও মুক্তিযুদ্ধের গবেষক আবুল কাশেম হৃদয় সঞ্চালনা করেন।

এসময় আসিফ আকবর জানান,আয়োজনে আমন্ত্রিত সকল অতিথি এবং ভারতীয় ফুটবলারদের সাদরে গ্রহণ করার জন্য আমরা প্রস্তুত আছি।তিনি আরো জানান যে,ম্যাচটি দেখার জন্য দর্শকদের কোনো টিকিট কাটতে হবে না।



© দিন পরিবর্তন