logo

২১বছর পর সড়ক সংস্কার,স্বস্তি ফিরেছে হাজারো মানুষের

নিজস্ব প্রতিনিধি

Published:09 Feb 2024, 03:40 PM

২১বছর পর সড়ক সংস্কার,স্বস্তি ফিরেছে হাজারো মানুষের


আনোয়ারা (চট্টগ্রাম) :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের তিশরী তাতুয়া পাড়া সড়ক দীর্ঘ একুশ বছর পর সংস্কার হতে যাচ্ছে। এতে দুই গ্রামের প্রায় ৫ হাজার মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। এলাকাবাসী জানায় সড়কটি সংস্কারের কারনে আমাদের দীর্ঘদিনে দূর্ভোগ লাগব হবে।

অবশেষে গত বৃহস্পতিবার (৮ফেব্রুয়ারী) দুপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যান আজিজুল হক চৌধুরী বাবুল সড়ক সংস্কারের কাজ শুভ উদ্বোধন করেন।এসময় পরৈকোড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম মামুন,জম জম ইঞ্জিনারিং ইন্ডাস্ট্রিস লিমিটেড স্বত্বাধিকারী মো.জামাল উদ্দিন,পরৈকোড়া ৯নং ওয়ার্ড ইউপি সদস্য ওয়ারেছ আহম্মেদ, মহিলা ইউপি সদস্যা কামরুন নাহার,আওয়ামীলীগ নেতা নাজিম উদ্দিন,ছাত্রলীগ নেতা মোরশেদ আলম সহ স্হানীয় গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

জানাযায়,পরৈকোড়া ইউনিয়নে তিশরী তাতুয়া ইটের রাস্তাটি খানাখন্দে বেহাল দশা। গত প্রায় ২১বছরেও ওই রাস্তাটিতে পিচের ছোঁয়া না পাওয়ায় এলাকাবাসীর ক্ষোভের শেষ নেই। বর্তমানে রাস্তাটির বেহাল দশা হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জনসাধরণের দুর্ভোগের সীমা নেই। ফলে রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় আলাদা হয়ে গেছে ইটের খোয়া। কোথাও কোথাও রাস্তার দুপাশ থেকে ভেঙে সামন্য চান্দি টিকলেও বেশির ভাগ জায়গায় পুরো ইট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। একদিকে সামান্য বৃষ্টি হলেই এসব খানাখন্দে পানি জমে ছোটখাটো ডোবার রূপ ধারণ করে। অপরদিকে রৌদ্রজ্জ্বল দিনে এসব খানাখন্দ পথচারিদের দুর্ঘটনার ফাঁদ হয়ে ওঠে।

এলাকাবাসী জানায়, এ সড়ক দিয়ে তিশরী ও তাতুয়া দুই গ্রামের লোকজন যাতায়াত করে। সড়কটি সংস্কারের জন্য একাদিকবার বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছিল। অবশেষে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক ভূমি মন্ত্রী সাবেক ভূমি মন্ত্রীর প্রচেষ্ঠায় সড়কটি নতুন রূপ পেতে যাচ্ছে।

পরৈকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক চৌধুরী বাবুল বলেন, রাস্তাটি দীর্ঘ দিন ধরে জরাজীর্ণ খানা- খন্দের সৃষ্টি হয়েছে। যার কারণে যাতায়াতে অনেক ভোগান্তি পোহাতে হয়।আজ সাবেক ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় তিশরী তাতুয়া সড়কের সংস্কার কাজ শুরু হওয়ায় সকলের মাঝে স্বস্থি ফিরে এসেছে। ‘আশা করি খুব দ্রুততার সাথে সড়কের কাজ শেষ হবে।



© দিন পরিবর্তন