logo

৭ জানুয়ারি চলাচল করতে পারবে না যেসব যানবাহন

দিন পরিবর্তন ডেস্ক

Published:04 Jan 2024, 02:30 PM

৭ জানুয়ারি চলাচল করতে পারবে না যেসব যানবাহন


ভোটের দিন ট্যাক্সি ক্যাব, পিকআপ ভ্যান, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিআরটিএ জানায়, আগামী শনিবার (৬ জানুয়ারি) দিনগত রাত ১২টা থেকে রোববার (৭ জানুয়ারি) দিনগত রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ ভ্যান, মাইক্রোবাস ও ট্রাক চলাচল করতে পারবে না।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৫ জানুয়ারি দিনগত রাত ১২টা থেকে ৮ জানুয়ারি দিনগত রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, পর্যেবক্ষক দল ও জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। চলাচল করতে পারবে নির্বাচন কমিশনের অনুমোদনপ্রাপ্ত স্টিকারযুক্ত গাড়ি।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান বলেছিলেন, ভোটের দিন প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশা ও গণপরিবহণ চলাচলে নিষেধাজ্ঞা থাকবে না।

জননিরাপত্তা সচিব বলেন, ‘এবার আমরা যে সার্কুলার (বিজ্ঞপ্তি) দিয়েছি নির্বাচন কমিশনের (ইসি) মতামত নিয়ে, সেখানে যানবাহনের ওপর আগে যে নিষেধাজ্ঞা ছিল, সেটা এবার শিথিল করা হয়েছে।’

এর আগে গত ২৪ ডিসেম্বর নির্বাচন কমিশন জানিয়েছিল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৬ জানুয়ারি দিনগত মধ্যরাত থেকে ৭ জানুয়ারি দিনগত মধ্যরাত ১২টা পর্যন্ত কয়েক ধরনের যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব যানবাহনের মধ্যে আছে ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক। তবে কিছু ক্ষেত্রে এসব যান চলাচলে শিথিলতা থাকবে।



© দিন পরিবর্তন